শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে যুক্ত হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত ছয়টি নতুন মিনিবাস (শিক্ষার্থীদের জন্য ৪টি ও শিক্ষকদের জন্য ২টি)।
বুধবার (২৭জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বাজেট সংক্রান্ত এক মত বিনিময় সভায় এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পরিবহন সমস্যা সমাধানে এ বছরের জুলাইয়ে দুইটি বাস ও আগামী বছরের জানুয়ারিতে দুইটি বাস ক্রয় করা হবে। প্রতি মাসে বিআরটিসি’র বাস ভাড়া বাবদ বিশ্ববিদ্যালয়ের প্রচুর টাকা খরচ হচ্ছে এবং এই খরচ বাঁচাতেই নতুন বাস কেনার উদ্যোগ।’
উল্লেখ্য, ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটে যানবাহন ক্রয় বাবদ ২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।