হাবিবুর রহমান রেজভী
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে কটূক্তির অভিযোগে আটক কথিত মাওলানা হাবিবুর রহমান রেজভীকে (৫৪) কারাগারে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ওবায়দা খানমের খাস কামরায় সোমবার বিকালে অভিযুক্ত হাবিবুর রহমানকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এর আগে রোববার বিকাল ৩টার দিকে কটিয়াদী বাজারের গেঞ্জিমহাল থেকে তাকে আটক করা হয়েছিল।
আদালতের জিআরও এএসআই মো. সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির পক্ষে কোনো জামিনের আবেদন না থাকায় বিচারক বেগম ওবায়দা খানম এ নির্দেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, হাবিবুর রহমান রেজভী কটিয়াদী উপজেলার গোয়াতলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় খানকা শরিফের বিতর্কিত পীর হিসেবে পরিচিত।
হাবিবুর রহমান রেজভী তার ওয়াজ মাহফিলে রাখা বক্তব্যে বলেন, মহানবী (সা.) মুসলমান ছিলেন না। এমন বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জনমনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়।
রোববার দুপুরে কটিয়াদী বাজারের গেঞ্জিমহালে হাবিবুর রহমানকে দেখে ধর্মপ্রাণ মানুষ তার ওপর চড়াও হয় এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এলাকাবাসী জানান হাবিবুর রহমান রেজভী একই মঞ্চে কোরআন তেলাওয়াত, ওয়াজ, পুরুষ ও মহিলা নিয়ে গানবাজনা করে থাকেন। তার অনুসারীরা কালো পাঞ্জাবি ও টুপি পরিধান করেন।