মেসির গোল উদযাপন
বর্তমান ফুটবল বিশ্বে তাকে বলা হয় সর্বসেরা। ক্লাব ফুটবলে তার একক আধিপত্য বিস্তার বহুদিনের। প্রায় প্রতিটি ম্যাচেই গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। আর তখনই আকাশের দিকে দুই হাত উঁচিয়ে উদযাপন করেন। ফুটবল বিশ্বে তার এ উদযাপন বেশ বিখ্যাত। অন্যসব অঙ্গভঙ্গি থাকতে কেন এমন উদযাপন করেন তিনি?
ইতোমধ্যে সেই রহস্য উন্মোচন হয়েছে। প্রয়াত দাদীকে শ্রদ্ধা জানাতে এ উদযাপন করেন আর্জেন্টাইন তারকা। মেসির বয়স যখন মাত্র ১০ বছর তখন মাতামহ মৃত্যুবরণ করেন। বাল্যকালে প্রিয়জনকে হারালেও এখনও তাকে ভুলেননি ফুটবলের বরপুত্র।
লিও মনে করেন, দাদী মারা গেলেও উনার ছায়া এখনও তার মাথার ওপর রয়েছে। তিনি উপর থেকে সব সময় তাকে দেখছেন।আশীর্বাদ করছেন।
এ নিয়ে স্বরল স্বীকারোক্তি দিয়েছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। তিনি বলেন, আমি আকাশপানে দু হাত উঁচিয়ে গোল উদযাপন করি। এ ভঙ্গিমার মাধ্যমে দাদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।