চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুরের চেষ্টা করে নিহতের স্বজনরা।
স্বজনরা জানায়, ব্যবসায়ী লোকমান চৌধুরী গত ২২ জুন ফুসফুসের ব্যথা নিয়ে ফর্টিস হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শে তখন থেকে তাঁকে অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়। কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক শিমুল কুমার ভৌমিক রোগীর সেই মাস্ক খুলে নেন। অক্সিজেন না পাওয়ায় রোগীর অবস্থার অবনতি হলে রাতে তিনি মারা যান। এ ব্যাপারে বারবার দৃষ্টি আকর্ষণ সত্ত্বেও চিকিৎসকরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেননি বলে দাবি মৃতের স্বজনদের।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর আত্মীয়স্বজন হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালায়। হাসপাতালের চিকিৎসক বা কর্মচারী কাউকেই সে সময় আশপাশে দেখা যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, লোকমান চৌধুরীর মৃত্যু হয়েছে। চিকিৎসকের অবহেলায় তিনি মারা গেছেন বলে তাঁর আত্মীয়স্বজনরা অভিযোগ করেছেন।
এর আগে গত ২৯ জুন শুক্রবার রাতে চিকিৎসকের দায়িত্বে অবহেলার কারণে চট্টগ্রামের মেহেদীবাগে অবস্থিত ম্যাক্স হাসপাতালে মৃত্যু হয় আড়াই বছর বয়সী শিশু রাইফা খানের।