ফতুল্লায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে শোচনীয় এক পরাজয় দেখেছে মোহামেডান লিমিটেড। সাদা কালোদের ৭ উইকেট আর ৯৯ বল হাতে রেখে হারিয়েছে শেখ জামাল।
টস হেরে ব্যাট করতে নেমেছিল মোহামেডান। ইনিংসের ৩২ বল বাকি থাকতে তারা গুটিয়ে যায় ১৫৯ রানেই। দলের পক্ষে যা একটু লড়াই করেছেন তুষার ইমরান। ৮৫ বলে ২ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৬ রান করেন তিনি।
বাকিদের মধ্যে বিশোর্ধ্ব ইনিংস খেলেছেন দুজন-লিটন দাস আর মোহাম্মদ আশরাফুল। লিটন ৩৩ বলে করেন ২৬। তবে আশরাফুল খেলেছেন খুবই ধীরগতির ইনিংস। ২১ রান করেছেন ৪৯টি বল খেলে, যে ইনিংসে ছিল ২টি বাউন্ডারির মার।
শেখ জামালের তানবীর হায়দার ১৬ রানে নেন ৪টি উইকেট। ২টি উইকেট শিকার খালিদ আহমেদের।
১৬০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল শেখ জামাল। যদিও উইকেটগুলো কোনো স্পেশালিস্ট ব্যাটসম্যানের ছিল না। ওপেনিংয়ে নেমে ইলিয়াস সানী ৮ আর তিনে নেমে তাইজুল ইসলাম ফেরেন ১ রানেই।
ওপেনার ইমতিয়াজ ৫৪ রানের একটি ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন। তবে অধিনায়ক নুরুল হাসান দায়িত্ব নিয়েই দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। ৮৫ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় তিনি অপরাজিত থাকেন ৮৩ রানে।