ব্রুনাইতে তিনদিনের রাষ্ট্রীয় সফরে শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম।
এর আগে, গত রোববার শ্রীলঙ্কায় বেড়াতে গিয়ে সিরিজ বোমা হামলায় প্রাণ হারায় শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী (৮)। আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) তার মরদেহ বিমানযোগে বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। একই ঘটনায় মারাত্মক আহত হয়ে দেশটির আনশ্রী সেন্ট্রাল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তার জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্স।
জানা যায়, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেই কান্নায় ভেঙে পড়েন শেখ সেলিম। এই সময় তাকে সান্ত্বনা দিতে গিয়ে প্রধানমন্ত্রীও আবেগআপ্লুত হয়ে পড়েন।
বোমা হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনই দেশে আনা হচ্ছে না।
এর আগে, স্থানীয় সময় বিকাল সোয়া ৩টায় ব্রুনেইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ানের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।