আসন্ন ২০১৯ বিশ্বকাপ খেলতে শুধু সাকিব-মাশরাফিরা নয়, আলাদা স্কোয়াড নিয়ে রীতিমত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে ক্রীড়ামোদী সংসদ সদস্যরাও। মূলত আইসিসির আমন্ত্রণেই বিশ্বকাপ চলাকালীন সময়েই অংশ নেওয়া দেশগুলোর সংসদ সদস্যদের (এমপি) নিয়ে হবে টুর্নামেন্টটি, নাম পার্লামেন্টারি ক্রিকেট টুর্নামেন্ট। থাকবে অন্যান্য আয়োজনও।
গতকাল (২৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলবেঁধে অনুশীলন করতে দেখা যায় জাতীয় সংসদের সদস্যদের। পরে সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তা নাঈমুর রহমান দূর্জয় বিষয়টি পরিষ্কার করেন। বিশ্বকাপের শেষদিকে চার দিনে হবে টুর্নামেন্টটি। পারস্পরিক সম্পর্ক উন্নয়নই ভিন্নধর্মী এই আয়োজনের মূল লক্ষ্য বলেও জানান দূর্জয়।
খেলার সম্ভাব্য সূচি ও লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে সাবেক এই ক্রিকেটার জানান,
‘২০১৯ বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রত্যেক দেশেরই একটা করে দল যাবে। ৯, ১০, ১২ ও ১৩ জুলাই চারদিন ব্যাপী এই টুর্নামেন্ট চলবে। টুর্নামেন্টের বাইরেও কিছু আয়োজন আছে। মূলত অংশ নেওয়া দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেই এই উদ্যোগ। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথেও দেখা করার পাশাপাশি কিছু অনুষ্ঠান আছে।’
খেলতে যাওয়া সংসদ সদস্যদের আলাদা কোন যোগ্যতার প্রয়োজন না থাকলেও দলে নেওয়া হবে ফিটনেস টেস্ট করিয়েই জানান দূর্জয়,
‘সম্ভবত ১৫ ওভারের খেলা হবে। স্কোয়াডের সদস্য ১৫, সবার জন্যই উন্মুক্ত। তবে ফিটনেস টেস্ট করিয়েই দলে নেওয়া হবে তাদের।’
৪৪ বছর বয়সী এই বিসিবি পরিচালক আরো জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একসাথেই বিশ্বকাপ ফাইনাল দেখবে পার্লামেন্টারি টুর্নামেন্টের খেলোয়াড়েরা। ১৪ জুলাই বিশ্বকাপ ফাইনাল, ‘টেরেসা মে (ব্রিটিশ প্রধানমন্ত্রী) পার্লামেন্টারি টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের সাথে বসে একসাথে ফাইনাল ম্যাচ দেখবেন। এটা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বিশেষ অনুষ্ঠানের অংশ।’