বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মানুষের মুখমণ্ডলের দাড়িতে কুকুরের পশমের চেয়েও বেশি জীবানু থাকে! সুইজারল্যান্ডের একটি ক্লিনিকের ‘গবেষণা’র সূত্রের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করে জনপ্রিয় গণমাধ্যমটি। যার শিরোনাম ছিল, ‘মানুষের দাড়ি কি কুকুরের পশমের চেয়েও বিপজ্জনক?’
যাই হোক, বিবিসি বাংলার সেই প্রতিবেদনের পরই প্রতিবাদের ঝড় উঠে বিশ্বে। ইসলাম ধর্মালম্বীদের দাবি, এই নিউজের মাধ্যমে ইসলাম ধর্মকে অপমান করা হয়েছে। কটুক্তি করা হয়েছে নবী করিম (সাঃ) এর সুন্নতকে।
তবে তার ঠিক দুইদিন পরই (শুক্রবার) বিষয়টি অন্যদিকে মোড় নিয়েছে। তার মূলনায়ক হিসাবে সামনে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার মুখে লম্বা দাড়ি, একটা ক্লোজ শট সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি। যাতে ক্যাপশন ছিল-জুমা মোবারক।
আজ পবিত্র জুমার দিন। অনেকেই 'জুমা মোবারক' লেখা ছবি পোস্ট করেছেন। কিন্তু সাকিবের এমন পোস্ট দেখে কেন এতটা আলোচনা হচ্ছে। তার মূলে লম্বা দাড়ি। কারণ দুইদিন আগে হায়দরাদের হয়ে খেলাকালীন সাকিবের মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল। তবে তা দুই দিনের ব্যবধানে কিভাবে এতবড় হয়?
এ নিয়ে অনেকে বলছেন, সাকিব আলগা দাড়ি লাগিয়েছেন। আবার অনেকে দুই দিন আগের ছবি এবং আজকের ছবি পাশাপাশি রেখে ফেসবুকে পোস্ট দিয়ে নানা মন্তব্য করছেন।
তবে আরেকটা শ্রেণি আছে, যারা এর মধ্যে অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে পেয়েছেন এবং সেটাকেই যথেষ্ট যৌক্তিক মনে করছেন। তারা মনে করছেন, এটা সাকিবের পক্ষ থেকে একটা প্রতিবাদ। যা বিবিসি বাংলা প্রকাশিত ‘মানুষের দাড়ি কি কুকুরের পশমের চেয়েও বিপজ্জনক?’ নিউজের বিপরীতে প্রতিবাদ।
বলে রাখা ভালো, এ ছবিটির বিষয়ে সাকিব আল হাসানের পক্ষ থেকে কোনো তথ্য এখনও জানা যায়নি।