বিপদ আসার আগে কিছু সংকেত অবশ্যই দেয়। আমরা অনেক সময় সেগুলো বুঝতে পারি না। ফলে বিপদ ঘটে যাওয়ার পর আফসোস করি। অনেক সময় বিপদ ঘটে যাওয়ার পর সেসব সংকেতের কথা মনে পড়ে। সতর্ক থাকলে এবং চোখ-কান খোলা রাখলে বিপদের আভাস পাওয়া যায় ঠিকই। বাড়িতে চুরি কিন্তু একটি বড় ধরনের বিপদ। কিন্তু আগে থেকে কীভাবে বুঝবেন সেটাই জেনে নিন।
বাড়ির ময়লার ঝুড়ি বা নোংড়া ফেলার প্যাকেট প্রায়ই উধাও হয়ে যাচ্ছে? বাড়ির বা ব্যাংকের তথ্য পাওয়ার জন্য আবর্জনা ঘেঁটে দেখছে না তো কেউ?
বাড়ির পোষা কুকুরটি হঠাৎ হারিয়ে গিয়েছে? অথবা মারা গিয়েছে! ওকে কেউ সরিয়ে ফেলেনি তো!
জানালার বা গাড়ির কাঁচ ভাঙা বা খোলা দেখলেই সতর্ক হয়ে যান।
বাড়ির আশেপাশে লাগানো লাইট আজকাল ঘন ঘন নষ্ট হচ্ছে? কেউ ইচ্ছাকৃতভাবে করছে না তো দেখে নিন।
বাড়ির দরজা বা জানালায় বিভিন্ন রকমের অদ্ভুত চিহ্ন বা মার্কিং চোখে পড়ছে? হঠাৎ কোনো রকম ক্রস চিহ্ন, স্টিকার ইত্যাদি দেখলে সতর্ক হোন।
বাড়ির কোনো একটা অংশের তালা ভাঙা অবস্থায় পেয়েছেন? অথবা তালার আশোপাশে কোনো স্ক্র্যাচ দেখতে পেয়েছেন! এমন কাজ চোর-ডাকাত করতে