মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মেয়ে হুমায়রা মুর্তজা সোফি।
শনিবার বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন হলে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিলাওয়াত করে সোফি।
শুদ্ধ উচ্চারণে আউজুবিল্লাহ... এবং বিসমিল্লাহ... পড়ে মঞ্চে পবিত্র কোরআনের সুরা দোহা তিলাওয়াত করে সে। ৮ বছর বয়সী সোফির সুমধুর কণ্ঠে তিলাওয়াত সবাইকে মুগ্ধ করে।তিলাওয়াত শেষ হওয়ার পর দর্শক সারি থেকে সবাই মাশাআল্লাহ বলে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে মাশরাফিও উপস্থিত ছিলেন। মেয়ের তিলাওয়াত মনযোগ দিয়ে শোনেন তিনি। মেয়ের এই তিলাওয়াতের ভিডিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন মাশরাফির সহধর্মিণী সুমনা হক সুমি।
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কোরআন ভয়েস-প্রতিযোগিতায় হুমায়রা মোর্ত্তজা সোফি... (২৭/০৪/১৯)।’