নারীদের ছোট পোশাক পরা নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ উঠেছে মধ্যবয়সি এক নারীর বিরুদ্ধে। তিনি ছোট পোশক পরা নারীদের ধর্ষণ করতে রেস্তরাঁর পুরুষকর্মীদের উৎসাহও দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। সম্প্রতি ভারতের রাজধানী নয়া দিল্লিতে এ ঘটানা ঘটেছে।
একটি রেস্তেরাঁয় ওই নারীকে ঘিরে ধরে নানা প্রশ্ন করতে থাকেন অপর কয়েকজন নারী। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি ভাইরাল হয়। তবে নিজের বক্তব্যে অনড় আপত্তিকর মন্তব্যকারী ওই নারী।
জানা যায়, রেস্তরাঁয় কেনাকাটা করছিলেন মাঝ বয়সী নারিটি। তার পাশে মিনিস্কার্ট পরা কয়েকটি মেয়ে ঘোরাঘুরি করছিলেন। তাদের দেখে উত্তেজিত হয়ে ওই নারী বলেন, ‘এত ছোট পোশাক পরে এসেছো, তোমাদের লজ্জা হওয়া উচিত। তোমাদের ধর্ষণ করা উচিত।’ এর পর রেস্তরাঁর পুরুষ কর্মীদের উদ্দেশে বলেন, ‘ছোট পোশাক পরা এই ধরনের মেয়ে সামনে পেলেই আপনাদের ধর্ষণ করা উচিত।’
ভিডিওতে দেখা যাচ্ছে, এই মন্তব্যের পরই আশপাশ থেকে অন্যান্য নারীরা প্রতিবাদ করছেন এবং তাকে ঘিরে ধরেছেন। বারবার ক্ষমতা চাইতে বললেও তিনি নিজের বক্তব্যে অনড়।