বর্তমান সময়ের শ্রোতাপ্রিয় গায়ক আরমান আলিফ। সম্প্রতি একটি লাইভ অনুষ্ঠান ফাঁসিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাংলাভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এ ০২ মে, বৃহস্পতিবার-এর পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আরমান আলিফের। কিন্তু তিনি কোনোরকম অবহিতকরণ ছাড়াই অনুষ্ঠানে অনুপস্থিত হননি।
বারবার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া জায়নি বলে জানিয়েছেন চ্যানেলটির জনসংযোগ কর্মকর্তা গুলশান হাবিব রাজীব। ঘটনার সত্যতা স্বীকার করেছেন আরমান আলিফ।
তিনি বলেন, গতরাতে আমি একটু দেরি করে ঘুমাতে যাই। কিন্তু সকালে আমার মোবাইল ফোনটি পানিতে পরে যায়, এছাড়া আমার বাটন ফোনে তাদের নম্বার ছিলোনা তাই না আসতে পারার খবরটি চ্যানেল কতৃপক্ষকে জানাতে পারিনি। তবে অনুষ্ঠানটি পূনরায় করা যায় কিনা সে জন্য আমি তাদেরকে একটি এসএমএস পাঠিয়েছি।
এর আগে অনুষ্ঠানটির প্রযোজক আরিফ হোসেন বলেন, ‘আরমান আলিফ-এর সাথে সকাল বেলার রোদ্দুর অনুষ্ঠানের অতিথি হওয়ার বিষয়ে আমাদের চুড়ান্ত ও শেষ কথা হয় ০১ মে রাত ৮টা ৩০মিনিটে। কথা ছিল ০২ মে সকাল সাড়ে ১০টায় বাংলাভিশনে উপস্থিত থাকবেন। ১১টা ০৫মিনিটে লাইভ অনুষ্ঠান প্রচারিত হবে। কিন্তু আরমান আলিফ ১০টায় বাংলাভিশনে তো আসেনই নি বরং তার ফোনও বন্ধ করে রেখেছেন। সকাল ৯টা থেকে ফোনে বারংবার চেষ্টা করেও তাকে পাওয়া যায় নি। এতে আমরা লাইভ অনুষ্ঠান প্রচার করতে পারি নি। একজন শিল্পীর কাছ থেকে এধরেণের অপেশাদারমূলক আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’
উলেখ্য, অনুষ্ঠানটি প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা ০৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হয়।