১৪০ জন আরোহী নিয়ে রানওয়ে থেকে পিছলে নদীতে পড়েছে বোয়িং ৭৩৭-এর একটি বাণিজ্যিক জেট বিমান। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, মায়ামি এয়ারলাইনের বিমানটি কিউবার গুয়ান্তানামো বের নৌসেনা ঘাঁটি থেকে ফ্লোরিডার দিকে রওনা দিয়েছিল। তাতে ১৪০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিট নাগাদ সেটি ফ্লোরিডার জ্যাকসনভিলের কাছে নৌসেনা ঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু সেই সময়ই তা রানওয়েতে পিছলে যায়। চেষ্টা করেও বিমান নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। এরপর বিমানটি সোজা গিয়ে পড়ে পাশের সেন্ট জন’স নদীতে।
পুলিশ আরো জানিয়েছে, বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেও বিমানের দু’জন আরোহীর সামান্য আঘাত লেগেছে। তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।
এয়ার স্টেশন জ্যাকসনভিলের একজন মুখপাত্র বলেন, শুক্রবার রাতে ফ্লোরিডার সেন্ট জনস নদীতে রানওয়ে থেকে কিউবার গুয়ান্তানামো বে থেকে আসা একটি বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি চলে যায়। বিমানের সমস্ত আরোহীই অক্ষত রয়েছেন। আপাতত ওই বিমানের জ্বালানি যাতে নদীতে মিশে তা দূষিত না করে, সে চেষ্টা করা হচ্ছে।