আয়ারল্যান্ডে আজ শুরু ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। তবে, মাশরাফিদের আজ ম্যাচ নেই। রবিবার বাংলাদেশ সময় বিকাল তিনটা ৪৫ মিনিটে সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।
আজ বাংলাদেশের ম্যাচ না থাকলেও মাশরাফিরা বসে থাকবে না। বাংলাদেশ সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বেভারলি হিলস ক্রিকেট ক্লাবে। সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ মে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডে এখন শীতকাল। সকালবেলায় তাপমাত্রা থাকে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস। অথচ বাংলাদেশে এখন গ্রীষ্মকাল। সুতরাং, বাংলাদেশ থেকে গিয়ে ভিন্ন ধরনের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই মাশরাফি-সাকিবদের জন্য বড় চ্যালেঞ্জ।
আগামী ৩০ মে-১৪ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে আইসিসি বিশ্বকাপের ১২তম আসর। ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ড। তাই বিশ্বকাপের আগে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।