বাড়িতে শৌচালয় নেই, শেষ এক বছরে মাঠে শৌচকর্ম করতে গিয়ে কুকুরের কামড় খেয়েছিল ১০ শিশু। তাদের সকলেরই মৃত্যু হয়েছে। আর সেই ঘটনার প্রতিবাদেই সোমবার (৬ মে) ভারতের লোকসভা নির্বাচনের অংশ নিতে চাইছেন না উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দারা। তাদের দাবি, প্রশাসন কোনো বিষয়ে খেয়াল রাখে না, তাই ভোট দেওয়ারও মানে হয় না।
গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, বারবার কুকুরে কামড়ের সমস্যা নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে। বলা হয়েছে বাড়িতে শৌচালয় বানানোর অর্থ সাহায্য করার কথাও। শৌচালয় নিয়ে উচ্চাবাচ্য করেনি স্থানীয় প্রশাসন। তাই ভোট দেওয়ার আর ইচ্ছা নেই সাধারণ মানুষের। এমনকী প্রার্থীরা প্রচারে একবারের জন্যও এই নিয়ে কোনও কথাও বলেননি। তাই আশাহত হয়েছেন সকলেই।
তারা বলছেন, যেহেতু এগুলি মালিকানাহীন রাস্তার কুকুর, তাই এই নিয়ে অভিযোগ জানালে একমাত্র প্রশাসনকেই জানানো সম্ভব। দেখছি, দেখছি করে, সেই সমস্ত অভিযোগ এখনও ফেলেই রেখেছেন তারা। বেড়েই চলেছে কুকুরের দাপট।