অস্টেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম ছুড়ে মেরেছেন এক নারী বিক্ষোভকারী। দেশটিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে এই ধরনের বিক্ষোভের মুখে পড়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ প্রধানমন্ত্রী স্কট মরিসন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, সোমবার ক্যানবেরা রাজ্যের আলবুরি শহরে এক নির্বচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি সেখানে নারীদের সংগঠন Country Women's Associatio’র এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। এ সময় একজন বয়স্ক নারী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। ডিমটি মরিসনের মাথায় গিয়ে আঘাত করে। অস্ট্রেলিয়ার বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে এ খবর এবং ঘটনার ভিডিও ফুটেজ ফলাও করে প্রচারিত হয়েছে।
প্রধানমন্ত্রী মরিসন এই ডিম নিক্ষেপের ঘটনাকে ‘কাপুরোষিত কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। এ নিয়ে তিনি পরে টুইটও করেছেন।
যদিও এ ঘটনায় ওই ডিম নিক্ষেপকারীকে গ্রেপ্তার করা হয়নি। প্রকাশিত হয়নি তার পরিচয়-ও। তাছাড়া ওই নারী কী কারণে প্রধানমন্ত্রীকে এভাবে আক্রমণ করলেন সেটিও জানা যায়নি।
অস্ট্রেলিয়ায় চলতি মাসের ১৮ তারিখে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি