ধর্মপ্রাণ মুসলমান হিসেবে বেশ পরিচিত সাবেক জার্মান প্লেয়ার মেসুত ওজিল। ফুটবল মাঠে প্রার্থনারত অবস্থায় অনেকবারই দেখা গিয়েছে তাকে। এছাড়া মধ্যপ্রাচ্য সফরে গিয়েও বেশ কয়েকবার উমরা হজ পালন করেছেন তিনি।
মেসুত ওজিল বিভিন্ন পর্যায়ে জার্মানীর জার্সি গায়ে ১১ বছরের মতো ফুটবল খেলেছেন। কিন্তু সবশেষ রাশিয়া বিশ্বকাপে দলের ব্যর্থতা এবং বর্ণবৈষম্যের শিকার হয়ে জাতীয় দল থেকে অবসর নেন। যাওয়ার বেলায় দলের নির্বাচক এবং টিম ম্যানেজম্যান্টের প্রতি আঙুল তোলেন। বলে যান, একমাত্র মুসলমান হওয়াতেই তার প্রতি অবিচার করা হয়েছে। প্রায়ই কটু কথা শুনতে হয়েছে।
জাতীয় দলে ছেড়ে দিলেও আর্সেনালের হয়ে ঠিক খেলে যাচ্ছেন ওজিল। আর সেখান থেকে ভক্তদের মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ছবি সংবলিত একটি পোস্টে ওজিল লিখেন, বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের মাহে রমজানের শুভেচ্ছা।