বেশ অনেক দিন ধরেই মিডিয়া মহলে গুঞ্জন শোনা যাচ্ছে বিয়ে করেছেন নির্মাতা আদনান আল রাজিব ও মডেল ও অভিনেত্রী মেহজাবিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়ে ছিলো তাদের। সেই ছবিগুলোকে কেন্দ্র করে আবারো নতুন করে আলোচনা শুরু হইয়েছিলো তাদের নিয়ে।
ছবি নিয়ে আলোচনা শেষ হতে না হতেই আবারো নতুন করে আরো এক আলোচনার শুরু। আর এবার এই আলোচনার শুরু মেহেজাবীনের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে।
মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসটিতে লিখেন, ‘কাবিন হিসেবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেন আমি তোমাকেই পাই।’
বিষয়টি নিয়ে মেহজাবীন বলেন, বিয়ে করা নিয়ে এই স্ট্যাটাস নয়। ‘কাবিন হিসাবে আমি তোমাকে চাই’ ফেসবুকে এই লেখাটা আমার একটি নাটকের সংলাপ। প্রতিদিন আমাকে নিত্য নতুন চিত্রনাট্য পড়তে হয়। এগুলো মধ্যে দু-একটা সংলাপ আমার ভালো লাগে। তখন ফেসবুকে শেয়ার করি। আর সবাই মনে করে আমি প্রেম করছি।
প্রসঙ্গত, সম্প্রতি সেরা টিভি অভিনেত্রী হিসেবে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন মেহেজাবীন। এদিকে আসছে ঈদকে সামনে রেখে বেশ কয়েটি নাটক নিয়ে ব্যস্ত সমপ্য যাচ্ছে তার।