ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে হত্যার জন্য শামীমকে ১০ হাজার টাকা দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর মাকসুদ আলম।
এ টাকা দিয়ে সে হত্যার জন্য বোরকা, কেরোসিনসহ অন্যান্য জিনিস কিনে বলে জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম।
রোববার (১২ মে) দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
মোল্লা নজরুল ইসলাম বলেন, তারা প্রথমে হিজাব এবং আরো কিছু জিনিস কেনার জন্য দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করেছিল। তারা এই হত্যার মাধ্যমে ইনকাম করেছে কিনা সেটা পেতে হবে। আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি। অ্যাকাউন্টগুলোতে অস্বাভাবিক কোনো ট্রানজেকশন হয়েছে কিনা দেখা হচ্ছে।