হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, জেল কোড অনুযায়ী তাকে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রমজান মাসে কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং তিনি রোজা রাখছেন কি না -সাংবাদিকরা এসব বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি রোজা রাখছেন, আমি যতটুকু জানি। ব্লাড প্রেসার, ডায়াবেটিকসের ওষুধ নিচ্ছেন, ইনসুলিন নিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আগে ইনসুলিন নিতেন না, সে জন্য ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না। এখন উনি (খালেদা জিয়া) ইনসুলিন নিচ্ছেন, এখন ওনার শরীর মোটামুটি ভালো আছে, আমরা যেটুকু খবর পেয়েছি। আমরা খবর পেয়েছি উনি আগের চেয়ে অনেক সুস্থ।’
মন্ত্রী আরও বলেন, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারকে জাদুঘরে পরিণত করা হবে।
অপরদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, কেরানীগঞ্জে অস্থায়ী আদালতে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য।
সূত্র: বিডি২৪লাইভ