সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কিছুটা গোপন এক ফিচার রয়েছে, যার মাধ্যমে আপনার এ যাবৎকালের সব লাইক করা ছবি খুঁজে বের করা যাবে। এজন্য ফেসবুকের বাড়তি কোনো পরিবর্তনও করতে হবে না। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
অতীতে আপনার লাইক করা সব ফটো খুঁজে বের করার জন্য সার্চ বারের একেবারে ডান পাশে একটি তালার মতো চিহ্ন পাবেন। তার পাশে থাকা নিচের দিকে তীর চিহ্নে ক্লিক করুন। এরপর সেখান থেকে অ্যাক্টিভিটি লগ খুঁজে বের করুন।
অ্যাক্টিভিটি লগ থেকে আপনার সব কার্যক্রমের তালিকা পেয়ে যাবেন। এখানেই আপনার সম্পূর্ণ লাইকের ইতিহাস পাওয়া যাবে। এতে ক্লিক করে আপনি খুঁজে বের করতে পারবেন অতীতে যেসব পেজ, ছবি কিংবা পোস্টে লাইক করেছেন তার একটি তালিকা। এছাড়া এখানে আরো কিছু ফিচার রয়েছে, যেগুলো থেকে আপনি নির্ণয় করতে পারবেন নির্দিষ্ট কোনো ব্যক্তির ছবি বা পোস্টে দেওয়া লাইকও।