হাশিম আমলা, বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় নামগুলোর একটি। দক্ষিণ আফ্রিকা দলে ব্যাট হাতে নিয়মিতই আস্থার প্রতিদান দেন। তাই নিয়মিত থাকেন আলোচনায়। আমলা আলোচনায় থাকেন আরো একটি কারণে। যে কোনো পরিস্থিতিতেই মেনে চলেন ধর্মীয় অনুশাসন।
রোজা রেখে শরীর কিছুটা ক্লান্ত হয়ে পড়াই স্বাভাবিক, এই অবস্থায় খেলা যে কারো জন্যই কষ্টকর। তবে দক্ষিণ আফ্রিকার মুসলিম ক্রিকেটার হাশিম আমলা জানিয়েছেন, রোজা তাকে বরং ভালো খেলায় সহায়তা করে।
ইংল্যান্ডের সময় অনুযায়ী প্রায় ১৯ ঘণ্টা রাখতে হয় রোজা। স্থানীয় সময় রাত পৌনে ৯টায় হয় ইফতারের সময়। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেখানকার সময় সন্ধ্যা ৬টা নাগাদ ম্যাচ শেষ হওয়ার পরও বেশ কিছুক্ষণ রোজা থাকতে হবে আমলাকে।