বিশ্বকাপের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে উইন্ডিজ। এই ম্যাচেই ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব।
আগে ব্যাট করতে নেমে বেশ ধুঁকছে পাকিস্তান। এই ম্যাচ দিয়েই সম্ভবত নিজের শেষ টুর্নামেন্ট শুরু করলেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। আগেই ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের পরই অবসর নেবেন।
ছক্কা আর গেইল তো সমার্থক হয়ে গেছে। গেইল মানেই বিশাল বিশাল সব ছক্কার ফুলঝুড়ি। ক্রিকেট-বিশ্ব তাকে চেনে টি-টোয়েন্টির ফেরিওয়ালা হিসেবে। গেইলের চার-ছক্কার ফুলঝুড়ি দেখে আনন্দে মেতে ওঠে গ্যালারি। বিপক্ষ দলের সমর্থকেরাও গেইলের ছক্কা দেখে উদযাপন করেন। দর্শকদের এমন আনন্দ দিয়ে নিজেও ভীষণ মজা পান গেইল। কিছুদিন আগে এক সাক্ষাতকারে বলেছিলেন, এসব ভক্তদের কারণেই তার ক্যারিয়ার এত দীর্ঘ হয়েছে; নাহলে কবেই অবসরে নিয়ে নিতেন।
শোয়েব আখতার থেকে ডেল স্টেইন- বিশ্বের বাঘা বাঘা সব বোলার গেইলের ছক্কাবাজির সামনে অসহায়। আজ পাকিস্তানের বিপক্ষে ছক্কা মেরেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন ক্রিস গেইল। সব ধরনের ক্রিকেট মিলিয়ে সবচেয়ে বেশি ৫১৯টি ছক্কা মারার রেকর্ডের মালিকও এই ক্যারিবিয়ান দানব।