ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছিলেন, তখন কে বা কারা বিজেপির ওয়েবসাইট হ্যাক করে। তারপর সাইটে গরুর মাংসের ছবি জুড়ে দেয়!
শুধু তাই নয়, ওয়েবসাইটের সব পেজ গরুর মাংসের ছয়টি রেসিপি দিয়ে ভরে রাখা হয়। হ্যাক হওয়ার কিছুক্ষণ পরেই অবশ্য ডাউন হয় যায় ওয়েবসাইটটি। এরপর দিল্লি বিজেপির ওয়েবসাইটকে বিজেপি ইন্ডিয়া ওয়েবসাইটে রি-ডাইরেক্ট করে দেওয়া হয়।
কোনো হ্যাকার গ্রুপ এই হ্যাকের দায় স্বীকার করেনি। ভোটের আগেও বিজেপির ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল এবং অনেকদিন ওয়েবসাইট ডাউন ছিল। তখন অবশ্য কোনো মাংসের ছবি দেখা যায়নি।
বিজেপির ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি ফরাসি সাইবার নিরাপত্তা গবেষক ইলিয়ট এল্ডারসন টুইট করে জানান।
তিনি টুইটে লেখেন, ‘ডিয়ার @ BJP4India আপনাদের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এবার ওয়েবসাইট রিস্টোর করতে কতদিন লাগবে?’