জয়পুরহাটে একদল সন্ত্রাসী জোলেখা চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধাকে গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৪ মে বিকেলে পাঁচবিবি পৌর এলাকার দমদমা মহল্লায় এই নির্যাতনের ঘটনাটি ঘটে।
পাঁচবিবি পৌর এলাকার দমদমা মহল্লার শাহ আলমের স্ত্রী জোলেখা চৌধুরী গত ২৪ মে বিকেলে তার অসুস্থ মা’কে দেখার জন্য শহরের মালঞ্চ মাতাইশ মঞ্জিলে পিত্রালয়ে গেলে, একই এলাকার উলফাত মারজান লিমু (৩০), তানভির আহম্মেদ সেলিম (২৭) এবং আলমগীর সেলিম জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে জোলেখা চৌধুরী ও তার মা’কে অতর্কিত ভাবে মারপিট শুরু করে।
একপর্যায়ে সন্ত্রাসীদের মারপিটে আহত হয়ে তারা চিৎকার শুরু করলে তানভির আহম্মেদ সেলিম সেখানে গিয়েও তিনি অস্ত্র দিয়ে গুলি করে হত্যার হুমকি দেন। এ ঘটনায় পরের দিন পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
নির্যাতিতরা বলেন, ‘আমার সম্পত্তি তারা আমার বাবার মৃত্যুর পর ২০০২ থেকে দখল করে আছে এবং ভাড়া তুলে খাচ্ছে। কোর্ট এর রায় আমার পক্ষে গেলেও জোর করে সম্পত্তি দখল করে আছে। কিছু বলতে গেলেও সব সময় আলমগীর সেলিম ও তার ছেলে তানভির আহম্মেদ সেলিম গুলি করে হত্যার হুমকি দেয়।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই তাজমিলুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসার ইনচার্জ (ওসি) ছুটিতে থাকায় ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তিনি এলেই ব্যবস্থা নেয়া হবে।