চাঁদপুরের হাজীগঞ্জ থেকে ঢাকা আসার পথে কুমিল্লা পর্যন্ত সংযোগ সড়ক হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের নির্মাণে দুর্নীতি নিয়ে বোমা ফাটালেন কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। সড়কটির অধিকাংশ অংশ কচুয়া উপজেলার মধ্যে পড়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি এ সংক্রান্ত স্ট্যাটাস দেন।
শাহজাহান শিশির বলেন, সড়কটির ফুলশয্যা না হতেই অন্তত ১০০ জায়গায় ফাটল অথবা ভেঙে পড়ে বিলীন হয়ে গেছে। ১১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের মাটি ক্রয় করে ভরাটের জন্য দেয়া হয়েছে ১৪ কোটি টাকা, কিন্তু এক ছটাক মাটিও কেনা হয়নি। ঠিকাদার, প্রকৌশলী, অফিস, নেতা সবার যোগসাজশে রাস্তার দু’পাশের মাটি কেটে আবার রাস্তায় ফেলেছে। যে কারণে ফের ভেঙে পড়ছে।
এ ঘটনার সঠিক তদন্ত করে বিচারের আওতায় আনতে দুদকের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
‘এই রাস্তাটি (হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর) সদ্য নির্মিত। এখনও ফুলশয্যা হয়নি। এরই মাঝে রাস্তাটির একশত জায়গার উপরে ফাটল অথবা বিলিন হয়েছে। সরকার এই কাজের জন্য অর্থ বরাদ্দ করেছেন মোট একশত চৌদ্দ কোটি টাকা। যার মধ্যে শুধু নতুন মাটি ভরাট করার জন্য রাখা হয়েছে চৌদ্দ কোটি টাকা। কিন্তু সুসংবাদ হল ঠিকাদার, প্রকৌশলী, অফিস, নেতা, খেতা সকলের যোগসাজশে আল্লার রহমতে এক ছটাক নতুন মাটি ক্রয় না করে, রাস্তার দুপাশের মাটি কেটে আবার রাস্তায় ফেলেছে। তাই তো যা হবার তাই হচ্ছে। আমার ধারণা এই রাস্তাটি আগামী বছর পর্যন্ত টিকবে না। এই খুশির দিনে মনে পড়ে যায়, সেই বিখ্যাত বালিশ প্রকৌশলীর কথা। আমার লেখাটি যদি কোন দুদুক কর্মকর্তা বিবেচনায় এনে সঠিক তদন্ত করে থাকেন, তাহলে দেশ জাতি অবশ্যই উপকৃত হবে। আর আমি যদি ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আমাকে ও যেন ছাড় দেয়া না হয়।’