তান্ত্রিক সন্তদাস ঝাড়খান্ডির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে রাজি না হওয়ায় ভারতের আগ্রায় স্ত্রী রজনীকে (৩২) হত্যা করেছে তার স্বামী মানপাল সিং (৩৫)। এ অভিযোগে ওই তান্ত্রিক ও মানপালকে আগ্রার পুলিশ গ্রেপ্তার করেছে শুক্রবার। পুলিশ বলেছে, তান্ত্রিক সন্তদাসের বাড়ি বিহারে। তিনি মানপাল সিংকে বুদ্ধি দেন, রজনী তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়লে তাদের সাংসারিক অভাব দূর হবে। তারা ধনী হয়ে যাবেন। তান্ত্রিকের এ কথায় বিশ্বাস স্থাপন করে স্ত্রী রজনীকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় মানপাল সিং। এতে রজনী অস্বীকৃতি জানান। ফলে বুধবার তাকে গঙ্গা নদীতে নিয়ে তাতে ডুবিয়ে দেয় মানপাল। নদীতেই পড়ে থাকে তার মৃতদেহ।
পরে বৃহস্পতিবার রাতে তা উদ্ধার করেন ডুবুরিরা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
পুলিশ বলেছে, নিহতের ভাই রাজেশ সিং তার দুলাভাই মানপালের বিরুদ্ধে মামলা করেন বৃহস্পতিবার। এতে তিনি দাবি করেন তার বোন রজনীকে হত্যা করা হয়েছে। অভিযোগের ওপর ভিত্তি করে পুলিশ তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালায়। এক ডজন ডুবুরি নামানো হয় গঙ্গায়। সেখান থেকেই উদ্ধার করা হয় রজনীর মৃতদেহ। রাজেশ সিং বলেছেন, গঙ্গা দুশেরা উপলক্ষে পবিত্র স্নান করার আগে বুধবার তিনি বোনের বাড়ি যান। এ সময় রজনী তাকে ওই তান্ত্রিকের কথা বলেন এবং বলেন, তান্ত্রিক তাদেরকে ধনী বানিয়ে দিতে চেয়েছেন, যদি তিনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। এ কথা শুনে দুলাভাইকে ওই তান্ত্রিক থেকে দূরে থাকার পরামর্শ দেন তিনি । এরপর ওই বাড়ি থেকে বেরিয়ে যান রাজেশ।
নিহতের পরিবারের মতে, রজনী ও মানপালের বিয়ে হয়েছে ৯ বছর আগে। রজনীর স্বামী নিজের কৃষিখামারে কাজ করতেন। কিন্তু ওই তান্ত্রিকের সান্নিধ্যে যাওয়ার পর তিনি মাদক সেবন শুরু করেন।
পুলিশ বলেছে, অভিযুক্ত মানপাল একজন ভাল সাঁতারু। তিনি রজনীর মৃতদেহ নদীর মধ্যস্থানে রেখে চলে যান, যাতে কেউ তাকে খুঁজে না পায়। এসপি আকাশ কুলহারি বলেছেন, ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, ওই তান্ত্রিক একজন মাদকাসক্ত। এর আগে মথুরা পুলিশ ৭০০ গ্রাম হেরোইনসহ আটক করেছিল। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে।