অনুশীলনে ডান হাতে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। টনটনের কোপারস অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে নেট অনুশীলনের সময় চোট পান এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মোস্তাফিজুর রহমানের বল এসে তার ডানহাতে আঘাত করে। তবে স্বস্তির খবর মুশফিকের হাতে কোনো চিড় ধরা পড়েনি।
আগের দিন অনুশীলনে মোস্তাফিজের বলে আঘাত পাওয়ার পর পরই নেট ছেড়ে চলে যান মুশফিক। ড্রেসিং রুমে ফিরে শুশ্রূষা নিয়েছেন। বিসিবির মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমকে বলেছিলেন, মুশফিকের চোট গুরুতর নয়। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর রাবিদ ইমাম জানিয়েছেন, মুশফিকের ডানহাতের আঘাত চাওয়া অংশটা ফুলে আছে। তবে কোনো চিড় ধরা পড়েনি।
তবে যেহেতু ফোলা আছে, মুশফিককে নিয়ে তাই কিছুটা শঙ্কা থাকেই। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে রোববার শেষ দিনের মতো অনুশীলন করবে টাইগাররা।