পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনা শহরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে শহরের প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্ক ও মহিলা পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে একদন্ত এলাকার জনগণ, ধর্ষিতার স্বজনরা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের চেয়ারম্যান আব্দুল মতীন খান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (সিইপি) জেলা ব্যবস্থাপক লুইস গমেজ, যৌন হয়রানি নির্মূল করণ নেটওয়ার্কের আহবায়ক সেলিম, নাজির উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি, আমরাই পারির (উইকেন) প্রজেক্ট কো-অডিনেটর শাহীনা পারভীন, বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, টাউন গার্লস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, আসলাম প্রমুখ।
গত ১০ জুন আটঘরিয়া উপজেলার একদন্ত হাইস্কুলের পাশে ওই স্কুলের পার্টটাইম শিক্ষক আরিফুল ইসলাম আরিফের পরিচালিত কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায় ৮ম শ্রেণির ওই ছাত্রী। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে একদন্ত হাইস্কুলের সামনের কসমেটিক্সের দোকানদার ও একদন্তের নুরজান গ্রামের আব্দুল্লাহর ছেলে আকাশ (২২) ওই ছাত্রীকে কলেজের অদূরে ফাঁকা সড়কের পাশে একটি পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।