নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুক হামলার সময় সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও প্রচার করেছিলেন হামলাকারী। সেই ভিডিও শেয়ার করায় ফিলিপ আর্পস (৪৪) নামে এক ব্যক্তিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের ওই ভিডিওটির লিংক আর্পস অন্তত ৩০ জনকে পাঠিয়েছিলেন।
তিনি এক বন্ধুকে বলেছিলেন, ক’জন মারা যাচ্ছে সে হিসেবটা ‘কিল কাউন্ট’ গ্রাফিক্সে দেখানোর ব্যবস্থা করতে। ফিলিপ আর্পস ট্যারেন্টের হত্যার ভিডিওটি ‘অসাধারণ’ বলেও উল্লেখ করেন।
ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট জাজ স্টিফেন ও’ড্রিসকোল স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) অভিযুক্ত ফিলিপকে এই সাজা দেন। গত এপ্রিলে তাকে দোষী সাব্যস্ত করা হয়।