নিজেদের ষষ্ঠ ম্যাচে অজিদের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। দুই উইকেট হাতে রেখে হারলেও ভারতের সবচেয়ে প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজারে দেখানো হচ্ছে ভিন্ন তথ্য। অজিদের কাছে নাকি অলআউট হয়েছে বাংলাদেশ।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে বৃহস্পতিবার টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশকে ৩৮২ রানের লক্ষ্য বেধে দেয় অস্ট্রেলিয়া। জবাবে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ৩৩৩ রান করে মাশরাফীবাহিনী। ৪৮ রানে হারলেও লড়াকু পারফরম্যান্সের জন্য প্রশংসায় ভাসছে তারা।
কিন্তু ভিন্ন তথ্য আনন্দ বাজারে। বিশ্বকাপ ম্যাচের লাইভ স্কোরে বাংলাদেশকে দেখানো হচ্ছে অলআউট! শুক্রবার দুপুরেও এই তথ্যই দেখানো হচ্ছিলো পত্রিকাটির অললাইন ভার্সনে।
ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের নৈপুণ্য প্রায়ই হেয় করে সংবাদ ছাপতে দেখা যায়। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে দেয় সাকিব, মুশফিকরা। বাংলাদেশ দলের ওই জয়কে ‘অঘটন’ বলে আখ্যা দেয় ভারতের অনেক সংবাদ মাধ্যম।