ফুটবল জগতের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে টাইগার ক্রিকেটার সৌম্য সরকারের তুলনা করল আইসিসি। আর এতেই চটেছে রোনালদো ভক্তরা। এরপর থেকেই ট্রলের শিকার হচ্ছে আইসিসি।
রোনালদো গোল করে যে ভাবে উদযাপন করেন, বিশ্বকাপের ম্যাচে উইকেট নিয়েই অনেক সে ভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌম্য। কিন্তু রোনালদোর সঙ্গে সৌম্যর তুলনা ভালোভাবে নেয়নি অনেক সমর্থকেরাই।
বৃহস্পতিবাক নটিংহ্যামের টেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিন উইকেট নেন বাংলাদেশের বোলার সৌম্য সরকার। তারপরে কিছুটা ক্রিশ্চিয়ানো রোনাদোর কায়দায় আনন্দে মেতে ওঠেন তিনি। এর পরেই রোনালদো ও সৌম্যর ছবি পাশাপাশি পোস্ট করে আইসিসি ট্যুইট করে 'Separated at birth?'
কিন্তু রোনালদো ভক্তেরা এই তুলনা মোটেও ভালো ভাবে নেননি। আইসিসি সৌম্যর সঙ্গে তার তুলনা করে রোনালদোকে অপমান করেছে বলেও অভিযোগ অনেকের। অনেকেই আইসিসির তুলনা নিয়ে রীতিমত মজা করেছেন।
বাংলাদেশের তারকা বোলার সৌম্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৫৮ রান দিনে তিন উইকেট নেন। ডেভিড ওয়ার্নার, ফিঞ্চ এবং উসমান খাজাকে আউট করেন তিনি। ৪৮ রানে অস্ট্রেলিয়ার কাছে হারে বাংলাদেশ। বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে এখন তারা পাঁচ নম্বরে রয়েছে।