ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে সিনেমা। ছবির পরিচালক শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরেই বঙ্গবন্ধু চরিত্রের জন্য যোগ্য অভিনেতা খুঁজছিলেন। অবশেষে সন্ধান মিলেছে অভিনেতার। শোনা যাচ্ছে এই ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আহমেদ রুবেল। একাধিক সূত্র থেকে বিষয়টি জানা গেলেও তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে আহমেদ রুবেলের নাম এলেও চূড়ান্ত হয়নি কিছুই।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহম্মদ আজহারুল হক জানান, এই চরিত্রটিতে রুবেলের অভিনয়ের কথা শুনেছি, কিন্তু আমরা নিশ্চিত নই। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।’
এর আগে পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশে এসে ঘুরে গেছেন। শুটিংয়ের সম্ভাব্য জায়গাও দেখে গিয়েছেন। মিটিং করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গেও। এরপরে চিত্রনাট্যকার অতুল তিউয়ারিও গত মাসে ঢাকায় এসে ঘুরে গেছেন।
এ বিষয়ে আহমেদ রুবেল বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক কথা হয়েছে আমার। কিন্তু চূড়ান্ত কিছু হয়নি এখনো। ফলে বিশেষ কিছু বলতে পারছি না।’
উল্লেখ্য, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে এই বায়োপিক।