যাত্রীবাহী বাসে কত ঘটনাই তো ঘটে, তাই বলে রীতিমতো বালতিভর্তি পানি নিয়ে গোসল! এ রকমই এক অদ্ভুত ঘটনা ঘটেছে মরক্কোতে।
দ্য নিউ আরব জানায়, যাত্রীবাহী বাসে গোসল করার ঘটনায় দুই ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির দক্ষিণ উপকূলীয় শহর ইনেযগানের একটি আদালত।
গত সপ্তাহে এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিযুক্ত দুই ব্যক্তির বয়স ২১ এবং ২২ বছর। তবে তাদের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ভিডিওতে দেখা যায়, এ দুই তরুণ যাত্রীবাহী বাসে উঠে গোসল করছে। মানুষ ভর্তি বাসের মধ্যে তারা গানও গায়।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, একটি শর্টফিল্ম বানানোর উদ্দেশে তারা এমনটা করে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।