কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যম ও নেট দুনিয়ায় খবর, বাবা হচ্ছে বিরাট কোহলি। বিশ্বকাপ চলাকালে কোহলিকে এই খুশির খবর দিতে স্ত্রী আনুশকা শর্মা ইংল্যান্ডে যান, এমন গুঞ্জনও চলছিল। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী আনুশকা।
বিরাট-আনুশকা দম্পতির ঘরে নতুন অতিথির খবর নিয়ে যারা মেতে ছিলেন, তাদের আমুদে একরকম জ্বলই ঢেলেছেন আনুশকা। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানান, “গুজব মানুষ ছড়িয়েই যাবে। এটা পুরোপুরি অপ্রয়োজনীয় এবং বোকা বোকা একটা বিষয়। কারণ গর্ভবতী হওয়ার খবর কেউ চেপে রাখতে পারে না!’’
আনুশকা আরো বলেন, “মানুষ বিয়ে লুকোতে পারে, কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার খবর লুকোতে পারে না। প্রত্যেক অভিনেত্রীই বিয়ের পরে এই অবস্থার মধ্যে দিয়ে যান। বিয়ের খবর ঠিক হওয়ার আগেই বিয়ে এবং গর্ভবতী হওয়ার আগেই মা বানিয়ে দেওয়া হয়।’’
বিশ্বকাপে বিরাট কোহলি আছেন দুর্দান্ত ফর্মে। টানা চার ম্যাচের করেছেন ফিফটি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের কীর্তি গড়ে ফেলেছেন। ভারতও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে হওয়ার পরে বিভিন্ন সফরে বিরাটের পাশে নিয়মিত দেখা গেছে আনুশকাকে। বিশ্বকাপেও দেখা গিয়েছে এমন। আনুশকা কিছুদিন আগেই ইংল্যান্ডে উড়ে এসেছিলেন। ম্যাচের মাঝে সময় করে লন্ডনে একান্তে নিভৃতে সময়ও কাটিয়েছিলেন বিরাট-আনুশকা দম্পতি।