বিয়ের জন্য সব দেশেই নির্ধারিত বয়স রয়েছে। অনেক দেশেই ১৮ বছরের কম বয়সীদের কিশোর-কিশোরী বলে গণ্য করা হয়। তাই বিয়ে করতে হলে বয়স ১৮ বা তার বেশিই হতে হয়।
বিয়ের বিভিন্ন রীতি-নীতিও একেক দেশে একেক রকম। অনেক জায়গায়তো বেশ অদ্ভূত কিছু নিয়ম চালু রয়েছে।
ডেনমার্কের একটি শহরেও বিয়ে নিয়ে একটি বিচিত্র নিয়ম রয়েছে।
সেখানে বয়স ২৫ পার হওয়ার আগেই বিয়ে করতে হয়। না হলে শাস্তি পেতে হয়। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা অবিবাহিতদের ২৫ তম জন্মদিনে দারুচিনির গুঁড়া মাখিয়ে দেন সারা গায়ে।
শুধু তাই নয়, এই গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করেও মাখানো হয় অবিবাহিতদের। এই রীতির মাধ্যমে অবিবাহিত ব্যক্তিকে মনে করিয়ে দেয়া হয় যে, তার বিয়ের বয়স হয়েছে। আর দেরি না করে বিয়ে করে ফেলা উচিত তার।