৩৮তম বিসিএসে পদ বাড়ানোর চূড়ান্ত প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) হাতে এসেছে। এতে ১৩৬টি পদ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ফলে ৩৮তম বিসিএসে ১৩৬ জন বেশি নিয়োগ পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন সিদ্ধান্ত অনুসারে পররাষ্ট্র ক্যাডারে ৮টি, পরিবার পরিকল্পনাতে ১০, গণপূর্তে সিভিল ৩৯ ও মেকানিক্যালে ২৬, সড়ক ও জনপথে সিভিল ১৪ ও মেকানিক্যালে ৪ এবং ডাকে ৮টি পদ বেড়েছে।
পিএসসি সূত্র জানায়, ৩৮ তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮ তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০ টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯ টি, শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে। তবে নতুন সিদ্ধান্ত অনুসারে পদ বেড়ে মোট ২ হাজার ১৬০ জন নিয়োগ পাবে।
এদিকে প্রায় এক বছর হলেও পিএসসি ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেনি। কবে প্রকাশ করা হবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘লিখিত পরীক্ষার খাতা দেখতে কিছুটা বেশি সময় লাগে। আলাদা আলাদা ক্যাডারের আলাদা আলাদা বিষয় থাকে। সেই খাতা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকদের দেখতে দেওয়া হয়। এ ছাড়া লিখিত পরীক্ষার খাতা দুজন পরীক্ষক দেখেছেন।’
এবার বেশি সময় লাগার কারণ বলতে গিয়ে চেয়ারম্যান বলেন, এবারই প্রথম তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে। খুব দ্রুতই ফলাফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট ৩৮ তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। এর আগে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন।