সবজি কেনার জন্য স্বামীর কাছে ৩০ টাকা চেয়েছিলেন এক নারী। আর এতে ক্ষেপে গিয়ে বাজারের মধ্যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে স্ত্রীকে তিন তালাক দিয়ে দিলেন স্বামী।
শুধু তা-ই নয়, এরপর তিনি স্ত্রীকে মারধরও করেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতাবস্থায় ৩০ বছর বয়সী জয়নাবকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার ঘটনাটি ঘটে ভারতের উত্তর প্রদেশের নয়ডার রাওজি বাজারে।
জয়নাবের বাবা মুরসালিমের অভিযোগ, ঘটনার সময় তার মেয়েকে মারধরের পাশাপাশি তার কানের দুলও খুলে নেওয়ার চেষ্টা করেন তার শ্বাশুড়ি। কিন্তু বাবার দেওয়া উপহার না খোলায় আরও হেনস্থার মুখে পড়তে হয় জয়নাবকে। তাকে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করেন। ৯ বছরের সংসারে তার রয়েছে চারটি সন্তান। কিন্তু স্বামী সাবিরের সঙ্গে সম্পর্ক বিশেষ ভাল ছিল না বলে জানিয়েছেন জয়নাবের বাবা। তিনি জানান, দুই বছর আগে একবার জয়নাবের মাথায় লাঠি দিয়ে আঘাত করেছিল সাবির।
কয়েকবছর আগে জয়নাব অসুস্থ হওয়ায় তাকে বাপের বাড়িতে রেখে আসে সাবির। ৫-৬ দিন পর জয়নাব ফিরে গেলে তখনও তাকে বাড়িতে ফেরাতে অস্বীকার করা হয়। সাবির ও তার পরিবারের বিরুদ্ধে দাদরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সাবির ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন পেয়ে যাওয়ায় প্রশ্ন তুলেছে জয়নাবের পরিবার। তাদের দাবি, সাবিরকে সুরজপুর আদালতে পেশ করা উচিত ছিল। এই ঘটনা পরিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া