সোশ্যাল মাধ্যমের জনপ্রিয় এক এপস টিকটক। তাই বলে রুগী দেখা রেখে টিকটকে ভিডিও আপলোড করবেন নার্সরা? তারও আবার নবজাতককে কোলে নিয়ে! সম্প্রতি এই রকম ঘটনা ফাঁস হয়েছে, যেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ভারতের উড়িষ্যা রাজ্যের এক সরকারি হাসপাতালে।
উড়িষ্যার মালকানগিরি জেলা সদর হাসপাতালের নার্সরা হাসপাতালের নবজাতক সেবা ইউনিটের এমার্জেন্সিতে বসেই টিকটকে নানা ধরনের ভিডিও আপলোড করতেন। এসব ভিডিওতে দেখা যায়, কখনও তারা বলিউডের গানের সঙ্গে দল বেঁধে উদ্দাম নৃত্য করছেন। কখনও জনপ্রিয় ডায়লগে লিপ দিচ্ছেন। কখনও বা নবজাতক কে নিয়েই নাচানাচি করছেন তারা।
অবশেষে নার্সদের এই কীর্তি কর্তৃপক্ষের নজরে এসেছে। তাদের শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা।
উড়িষ্যায় মালকানগিরিতে নবজাতক মৃত্যুর হার যথেষ্ট বেশি। সেই দিকে লক্ষ্য রেখেই জেলা সদর হাসপাতালে গড়ে তোলা হয় সদ্যোজাতদের জন্য বিশেষ এমার্জেন্সি ইউনিট। সেই ইউনিটে বসেই কিনা নবজাতকদের নিয়ে রঙ্গ করে চলছিলেন নার্সরা। জানা যায়, হাসপাতালের ডিউটি চলাকালীনই ফোনে সবাই মিলে মেতে উঠতেন টিকটকে। পুরোটাই চলত এমার্জেন্সি মধ্যেই। এমন কি চিকিৎসাধীন সদ্যোজাতকে সঙ্গে নিয়েও ভিডিও বানাতে দেখা যায় তাদের। টিকটকে বেশ জনপ্রিয়তাও পায় নার্সদের রঙ্গ-তামাশার ভিডিও। অবশেষে নার্সদের এই ভিডিও এসে পৌঁছায় জেলার মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা অজিত কুমার মোহান্তির হাতে। তৎক্ষণাৎ কর্তব্যে গাফিলতি ও শৃঙ্খলাভঙের অভিযোগে টিকটক করা নার্সদের শো-কজ করেন তিনি।
এ ঘটনার তদন্ত করা হবে বলে হাসপাতালের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপনকুমার দিন্দা জানিয়েছেন। অভিযুক্ত নার্সদের বিরূদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
দেখুন ভিডিও