তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে প্রদর্শিত বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে আজ (১ জুলাই) থেকেই অভিযানে নামছে মোবাইল কোর্ট। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
তথ্যমন্ত্রী জানান, বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশীয় পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন নিয়ন্ত্রণে আজ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার। এজন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার বন্ধের বিষয়ে জাদু মিডিয়া ও নেশন ওয়াইড নামে দুটি প্রতিষ্ঠানকে আগেই নোটিশ পাঠানো হয়েছিল বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, তাদের চাওয়া সময়সীমা শেষের পর তাদের আল্টিমেটাম দেওয়া হয়েছিলো। সেই সময়ও গতকাল শেষ হয়েছে।
এ কারণেই আজ থেকে সারা দেশে মোবাইল কোর্ট পরিচালিত হবে। আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা অথবা ২ বছরের জেল দিতে পারবেন বলে জানান তিনি।