কর্মস্থলে কৃতিত্বপূর্ণ কাজের জন্য রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মামুনুর রশিদ মামুন। তিনি বর্তমানে রংপুরের পীরগাছা থানায় কর্মরত আছেন।
গত রোববার (৩০ জুন) দুপুরে তাকে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ পুলিশের বিপিএম (বার) ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্যসহ পুলিশের অন্য উচ্চতর কর্মকতারা উপস্থিত ছিলেন।
এর আগে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানায় কর্মরত ছিলেন মামুনুর। সেখানেও গত বছর ১৩টি থানায় শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এএসআই মামুনুর রশিদ মামুন একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।