বরগুনায় প্রকাশ্যে রিফাত শরীফ (২৫)কে কুপিয়ে হত্যার মূলহোতা ও এই মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গতকাল ভোরে বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য কাজ করছে আইনশৃংখলা বাহিনী।
নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ার আগে তার বন্ধু রিফাত শরীফকে নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রিফাতের ঘনিষ্ঠ বন্ধু মঞ্জুরুর আলম জন। রিফাতের সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন সময়ের স্মৃতি এবং স্মৃতিবিজড়িত ৩০টি ছবি পোস্ট করেছেন স্ট্যাটাসে।
তার সেই স্ট্যাটাসটি অনেকেই শেয়ার করছেন এখনও।
স্ট্যাটাসটি হুবুহু পাঠকের জন্য তুলে ধরা হলো:_
মঞ্জুরুল আলম জনের ফেসবুক থেকে নেওয়া
মঞ্জুরুর আলম জন লেখেন, রিফাত তোর সঙ্গে জীবনের কিছুটা সময় পথ চলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার জীবনে দেখা সব থেকে সেরা ভালো মানুষটি ছিলি তুই। হয়তো তোর মতো বন্ধু, সঙ্গী, সাথী, ভাই আর জীবনে পাব না। তুই আমাদের ছেড়ে অনেক অভিমান নিয়ে চলে গেলি। তোর জন্য আমরা কিছুই করতে পারলাম না। আমাদের মাফ করে দিস।
জন আরো লেখেন, শেষ ১০ বছর এ হাসি ছাড়া দেখেছি বলে মনে পরে না তোর দুষ্ট হাসিটা খুব মিস করব রে। তুই বন্ধু ছিলি না, তুই ছিলি আত্নার ভাই। তোর সঙ্গে অনেক রাগা-রাগী, ঝগড়াঝাটি করেছি, আর কেউ রিফাত এর নামে নালিশ করতে পারবে না। আর বকাও দিতে পারবে না। আর কেউ কোনো দিন সকাল বেলা ঘুম থেকে ডাকতে আসবে না।
বন্ধু হারিয়ে আপ্লুত হয়ে জন আরো লেখেন, আর কোনোদিন কল দিলে বলবি না, দাঁড়া বাসার সামনে ৫ মিনিট আসতেছি ভায়া। ইচ্ছা ছিল সারা জীবন এক সঙ্গে পথ চলব কিন্তু সেটা আর হলো না। আমি জানি অনেক কষ্ট পেয়ে আমাদের ছেড়ে চলে গেলি। বাকি যতদিন বেঁচে থাকব ততদিন তুই আমাদের মাঝে বেঁচে থাকবি। যেখানেই থাকিস ভাল থাকিস। আল্লাহ তোকে জান্নাতবাসী করুক।