৯০ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ বেশ কয়েক মাস ধরেই রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছিলেন। গত ২২ জুন অসুস্থতা বাড়লে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয় এরশাদকে। পরে রোববার (৩০ জুন) সকালে তার অবস্থা আরও খারাপ হয়, দিতে হয় অক্সিজেন সাপোর্ট।
অন্যদিকে এরশাদের শারীরিক অসুস্থতার পর দুই বউ ঘটাচ্ছেন দুই কাণ্ড। আর এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরশাদের দুই স্ত্রীকে নিয়ে দেখা দিয়েছে আগ্রহ।
সংবাদ মাধ্যমগুলোর কারণে প্রথম স্ত্রী রওশন এরশাদের হাসাপাতালে যাতায়াতের খবর পাওয়া গেলেও মিলছে না দ্বিতীয় স্ত্রী বিদিশার কোনো খবর।
যদিও এরশাদের অসুস্থতার পর থেকেই নিজের ফেসবুক পেজ থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন বিদিশা। সেখানে তিনি দাবি করছেন, ‘এরশাদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তার ছেলে এরিকও বাবাকে দেখতে পারছেন না।’
এদিকে ১ জুলাই সোমবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদের শয্যা পাশে বসে প্রায় ঘণ্টাখানেক কোরআন তেলাওয়াত করেছেন তার প্রথম স্ত্রী রওশন এরশাদ।
অন্যদিকে বিদিশা এক স্ট্যাটাসে প্রশ্ন করেছেন- ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কি এরিক তার বাবাকে দেখতেও পারবে না? পারবে না কি শেষবারের মতো একবার বাবা বলে ডাকতে?’
বিদিশার দাবি, ‘এরশাদের কাছ থেকে তাকে এবং তাদের একমাত্র পুত্র এরিককে দূরে সরিয়ে রাখছে একটি স্বার্থান্বেষী মহল। অন্যদিকে হাসপাতালে এরশাদের শয্যা পাশে ঘন ঘনই দেখা যাচ্ছে রওশন এরশাদ এবং ছেলে রাহগির আল মাহি এরশাদ সাদকে।’