বিশ্বকাপের শেষ ম্যাচে আজ মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। আজ শুক্রবার (৫ জুলাই) লর্ডসে পাকিস্তানের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচটা এখন আপাতদৃষ্টিতে বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।
পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার এই ম্যাচ থেকেও কিছু পাওয়ার আছে বাংলাদেশের। বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি তিনটি করে জয়ের রেকর্ড আছে বাংলাদেশের। এবার এরই মধ্যে ধরা দিয়েছে তিনটি জয়। শুক্রবার পাকিস্তানকে হারাতে পারলে বিশ্বকাপের এক আসরে নিজেদের সর্বোচ্চ চারটি ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়বে টাইগাররা।
বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে আজ জয় পায় অন্যদিকে শনিবার শ্রীলংকা যদি ভারতের বিপক্ষে হেরে যায় তাহলে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা নিশ্চিত হয়ে যাবে মাশরাফিদের।
সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বৈরী কন্ডিশনে বিশ্বকাপের পঞ্চম সেরা দল হতে পারলে সেটাও হবে বাংলাদেশের জন্য বড় অর্জন। সবচেয়ে বড় কথা, পাকিস্তানকে হারাতে পারলে ক্রিকেটের সবচেয়ে অভিজাত মঞ্চ থেকে মাথা উঁচু করে বিদায় নিতে পারবে বাংলাদেশ।
বাংলাদেশ ও পাকিস্তান এর আগে ওয়ানডে ক্রিকেটে ৩৬ ম্যাচে মুখোমুখি হয়। তার মধ্যে ৩১টিতে জয় পায় পাকিস্তান। আর মাত্র ৫ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম/ লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান/মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন/মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহিন শাহ আফ্রিদি।