টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় গত ১১ মে মাসে রাজকীয়ভাবে গাঁটছড়া বাঁধেন । বিয়ের ঠিক পরেই নানা ব্যস্ততার কারণে মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি এ নবদম্পতির। অবশেষে তারা গেছেন মধুচন্দ্রিমায়।
রাজ ও শুভশ্রী দুজনেই ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওগুলো। রাজ-শুভশ্রীর রাজকীয় বিয়ে-বউভাত-ফুলশয্যা পর্ব নিয়ে উচ্ছ্বসিত ছিল তাদের অনুরাগীরা। রাজকীয় বিয়ে ও বউভাতের মেনু নিয়ে হয়েছিল তুমুল আলোচনা। বাঙালি বিয়ের সব রকম রীতি ও স্ত্রী-আচার অক্ষরে অক্ষরে পালন করা হয়েছিল সেই বিয়েতে।
এবার দম্পতি পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। বঙ্গ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন তারা। তারপর সেখান থেকে বেরিয়ে পড়েন মধুচন্দ্রিমার উদ্দেশে।