হার দিয়েই শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। সেমিফাইনালে না উঠতে পারলেও শেষটা রাঙানোর লক্ষ্যে শুক্রবার মাঠে নেমেছিল মাশরাফি বাহিনী। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানের বড় হারের বোঝা নিয়েই রোববার (০৭ জুলাই) দেশে ফিরছে টাইগাররা।
বিশ্বকাপে খেলা ৯ ম্যাচে মাত্র তিন ম্যাচে জয় পেয়েছে মাশরাফিরা। তবে পুরো টুর্নামেন্টেই ভুগিয়েছে ফিল্ডিং ও বোলিং দুর্বলতা। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারলে হয়তো এত আগেই দেশে ফিরতে হতো না বাংলাদেশ দলকে।
রোববার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে টাইগাররা। লন্ডন থেকে শনিবার (৬ জুলাই) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে দল। দুবাইতে যাত্রাবিরতি শেষে ঢাকায় আসবেন তারা।
এর আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ খেলার উদ্দেশে গত ১ মে দেশ ছাড়েন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মাঝে কয়েকজন ক্রিকেটার দেশে ফিরলেও বেশিরভাগই প্রায় আড়াই মাসের মতো দেশ ছাড়া। লম্বা সময় পর দেশে ফিরছেন ক্রিকেটাররা।