বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। কোনো কোনো খেলোয়ার দুর্দান্ত খেললেও ওভারঅল টাইগারদের পারফরমেন্স নিয়ে বিভিন্ন মহলে চলছে সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দরজায় কড়া নাড়ছে শ্রীলঙ্কা সিরিজ। এরইমধ্যে কোচহীন হয়ে পড়লেন তামিম-মুস্তাফিজরা। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আর দুই সপ্তাহও বাকি নেই। এই অল্প সময়ের মধ্যে সব দাবি মিটিয়ে নতুন কোচ আনা খুব একটা সহজ নয়। তবুও গুঞ্জন ভাসছে- টাইগারদের কোচ হয়ে আসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি!
যদিও এখনও বাংলাদেশ দলের হেড কোচ হিসেবে কারোর নামই ঘোষণা করেনি বিসিবি। কিন্তু বিশ্বকাপের মাঝেই গাঙ্গুলি কথা বলেছিলেন বাংলাদেশ দলকে নিয়ে। সে সময় অবশ্য গাঙ্গুলি বলেছিলেন, বাংলাদেশ দলকে নিয়ে কাজ করার ইচ্ছে আছে তার। যদিও বিসিবি এই ব্যাপারে এখনো মুখ খোলেনি।
তবে সৌরভ গাঙ্গুলি যদি বাংলাদেশ দলের হেড কোচ হিসেবেও আসেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।