চলছে একদিনের বিশ্বকাপের ১২ তম আসর। বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ শুরুর আগে থেকেই সবচেয়ে আলোচনার বিষয় ছিল আবহাওয়া। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, যা এর আগে কোনো বিশ্বকাপে হয়নি।
ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে বড় তৃতীয় শক্তি হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। প্রথম পর্বে বৃষ্টিতে ভেসে যায় ৪টি ম্যাচ। আর প্রথম সেমিতে ভারত-নিউজিল্যান্ডের খেলার ফয়সালা হয় রিজার্ভ ডেতে।
ফাইনাল অনুষ্ঠিত হবে লর্ডসে। প্রথম সেমিতে জিতে ফাইনালে নিউজিল্যান্ড। আর আজকের দ্বিতীয় সেমিতে লড়ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। জয়ী দল ১৪ই জুলাই মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে।
তবে এই দুই দিনই যদি বৃষ্টিতে ভেসে যায় তবে শিরোপা ভাগাভাগি করে নিবে ফাইনালে ওঠা ২ দল। বিশ্বকাপ ইতিহাসের ১১ আসরে শিরোপা ভাগাভাগি হয়নি কোনো বার। যা ঘটলে হবে নতুন এক ইতিহাস।