আগামী ২৬ তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজে মাশরাফির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ। এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিরপুর কার্যালয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সাথে বৈঠকে বসেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দেড় ঘণ্টার রুদ্ধশ্বাস আলোচনা শেষে জানান হয় মাশরাফির নেতৃত্বেই শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ।
মাশরাফির শ্রীলঙ্কা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক নান্নু। অর্থাৎ এখনই যে এই ডানহাতি পেসার তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন না সেটা নিশ্চিত হওয়া গেল।