বৃষ্টি ও ভুল আম্পায়ারিংয়ের পরেও শেষ হল বিশ্বকাপের সবগুলো ম্যাচ এখন শুধু বাকি ফাইনাল খেলা, তার পরেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড বিশ্বকাপের এবাররের আসর।আর ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড।এরিমধ্যে ফাইনালরে জন্য দুই আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। এ দুজন হলেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস ও শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু ঠিক আগের ম্যাচেই বড় একটি ভুল করা ধর্মসেনাকে ফাইনালের আম্পায়ার হিসেবে বেছে নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট সমর্থকরা।
পুরো বিশ্বকাপে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন থাকলেও সেমিফাইনালে ভুল সিদ্ধান্ত দিয়ে তীব্র সমালোচনার জন্ম দেন কুমার ধর্মসেনা। কিন্তু ওই ভুলের জন্য কোনো শাস্তি তো দূরের কথা উল্টো বড় পুরস্কারই পেয়ে গেলেন তিনি! ফাইনালের জন্য এই আম্পায়ারকেই বেছে নিয়েছে আইসিসি।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন জেসন রয়। ৬৫ বলে ৮৫ করা রয় হয়তো সেঞ্চুরি পেয়েও যেতেন, কিন্তু ধর্মসেনার একটি ভুল সিদ্ধান্তের শিকার হয়ে সেঞ্চুরিবঞ্চিত হয়েই ফিরতে হয়েছে তাকে। প্যাট কামিন্সের বাউন্সারটি হুক করার চেষ্টা করেছিলেন রয়, কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। সে হতাশা থেকেই কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে ছিলেন রয়। কিন্তু মাথা তুলে অবাক বিস্ময়ে আবিষ্কার করলেন, অস্ট্রেলীয়দের আবেদনে আঙুল উঠিয়ে দিয়েছেন ধর্মসেনা!
আউটের সিদ্ধান্ত দেখে নিজের ক্ষোভ লুকাতে পারেননি রয়। ক্রিজে দাঁড়িয়েই ধর্মসেনার সঙ্গে তর্ক করেছেন কিছুক্ষণ। স্টাম্প মাইক্রোফোনে শোনা গেছে, বেশ কিছু অশ্রাব্য ভাষাও ব্যবহার করেছেন রয়। শাস্তি হিসেবে ম্যাচ ফির ৩০ শতাংশ কাটা গেছে রয়ের, দুটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে ইংলিশ ওপেনারের নামের পাশে। ফাইনালের জন্য নিষিদ্ধ হননি বটে, তবে দুই বছরের মধ্যে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে এক টেস্ট বা দুই ওয়ানডের জন্য নিষিদ্ধ হবেন তিনি।
অথচ রয়ের হতাশ হওয়ার যথেষ্ট কারণ ছিল। রিপ্লেতে দেখা গেছে, ব্যাটে তো দূরের কথা, বল রয়ের গ্লাভসেও লাগেনি! আউটের ব্যাপারে ধর্মসেনার সঙ্গে কথা বলতে গেলে ধর্মসেনা তাকে বলেন, সন্দেহ থাকলে যেন তিনি রিভিউ নেন। কিন্তু ইংল্যান্ডের রিভিউ ততক্ষণে শেষ। শেষ পর্যন্ত তাই নাখোশ মনেই প্রাপ্য সেঞ্চুরি থেকে ১৫ রান দূরে থামতে হয়েছে রয়কে।